আকাশলীনা নিধি

আকাশলীনা নিধি
খুব ছোটোবেলা থেকেই তার পড়ার অভ্যেস। আর পড়তে পড়তেই লেখার শুরু। তিনটা ছোটোগল্প নিয়ে প্রথম বই ‘নিধির গল্প’ যখন প্রকাশ হয়, তখন তার বয়স মাত্র ৮ বছর। আর ২০২০ সালের একুশে বইমেলায় যখন প্রকাশিত হয় প্রথম কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাস ‘রেনুর পুতুল’, তখন তার বয়স ১৩ বছর।
গত ১ বছরে সে মানুষ হিসেবে বড় হয়েছে, লেখক হিসেবে বড় হয়েছে আরেকটু বেশি। এখন সে পড়ে সপ্তম শ্রেনীতে। ইতোমধ্যে ইয়ুথ কন্টেন্ট এডিটর হিসেবে যুক্ত হয়েছে আন্তর্জাতিক প্লাটফর্ম ‘লেটস রিড’র বাংলা ভার্সন ‘চলো পড়ি’র সঙ্গে। এশিয়া ফাউন্ডেশন থেকে প্রকাশ হয়েছে ছোটোগল্প ‘বৃক্ষলতা’। ‘হিয়ার খোঁজে’ আকাশলীনা নিধির দ্বিতীয় উপন্যাস।
অ্যাকাডেমিক পড়ালেখার পাশাপাশি এখন থেকেই লেখালেখিকে পেশা হিসেবে নিয়েছে নিধি।
প্রিয় লেখকদের মধ্যে আছেন মুহম্মদ জাফর ইকবাল, জে কে রাওলিং, হুমায়ুন আহমেদ প্রমুখ।

মা: নাজমুস সাহার নূপুর
বাবা: নজরুল সৈয়দ
নেশা: বইপড়া, গান শোনা
পেশা: লেখা
প্রাতিষ্ঠানিক শিক্ষা: ষষ্ঠ শ্রেণী
জন্ম: ২০০৭, ১৯ মে
আকাশলীনা নিধি এর বই সমূহ
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use